রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

বৃষ্টি উপেক্ষা করে জামায়েতের জুলাই বর্ষপূর্তির গণ মিছিল

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৫ ২০:২১

শেয়ার

বৃষ্টি উপেক্ষা করে জামায়েতের জুলাই বর্ষপূর্তির গণ মিছিল
ছবি সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে হাতীবান্ধা জামায়েতে ইসলামির বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫আগস্ট) বিকালে এ গণমিছিলটি অনুষ্ঠিত হয়।

গণ মিছিলটি বৃষ্টি উপেক্ষা করে উপজেলার মডেল মসজিদ চত্বর থেকে বের হয়ে ঢাকা -বুড়িমারী মহাসড়ক প্রদিক্ষণ করে মেডিক্যাল মোড়ে গিয়ে শেষ হয়।

জামায়েত ইসলামির হাতীবান্ধা শাখার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপজেলা মডেল মসজিদের সামনে গণমিছিলে যোগ দেয়।

এ সময় গণ মিছিলটিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন আনোয়ারুল ইসলাম রাজু, হাতীবান্ধা-পাটগ্রাম (১) আসনের জামায়েতের মনোনীত এমপি প্রার্থী এবং মজলিশে শুরা সদস্য বাংলাদেশ জামায়েতে ইসলামি।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার আমির (ভারপ্রাপ্ত)

মোহাম্মদ রফিকুল ইসলাম।বাইতুল মাল সম্পাদক ডাঃ সাহিদুল আলম নিরো,টংভাজ্ঞা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান সাতা ও হাতীবান্ধা থানার শাখার প্রত্যেক ইউনিয়ন ও ইউনিটের নেতৃবৃন্দ।

এ সময় গণ মিছিলে আসা নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয় বুড়িমারী-পাটগ্রাম মহাসড়ক। তার মধ্যে উল্লেখযোগ্য স্লোগান ছিল,"আমার ভাই কবরে খুনি কেন বাহিরে","বিচার বিচার বিচার চাই গণ হত্যার বিচার,"ফাঁসি ফাঁসি ফাঁসি চাই খুনি হাসিনার ফাঁসি চাই" "ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না" ইত্যাদি।



banner close
banner close