রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৫ ১৯:২১

আপডেট: ৫ আগস্ট, ২০২৫ ১৯:২২

শেয়ার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ছবি সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন বিজয় মিছিল ও সমাবেশ করেছে।

৫ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির আয়োজনে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলার লেছড়াগঞ্জ বাজার বিএনপির দলীয় কার্যালয় থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে উপজেলা উপজেলা চত্বরে শেষ হয়। মিছিল শেষ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ আহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও সমাবেশে বক্তারা দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাসহ মানিকগঞ্জের ৩টি থেকে ৪টি আসন পুনঃবিন্যাসের জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান।

এ বিজয় মিছিল ও সমাবেশে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়।



banner close
banner close