বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মুক্তিযোদ্ধা বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার বাংলার মাটিতেই হবে। যুদ্ধাপরাধীদের আমরা ক্ষমা করলেও ভুলিনি। শুধু আওয়ামী লীগ নয়, গত ১৭ বছরে যারা শেখ হাসিনার ফ্যাসিবাদকে মদদ দিয়েছে, তাদেরও বিচার হবে বাংলার জনগণের হাতে।”
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জের জিনজিরাস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত বিজয় র্যালির উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমি একজন গর্বিত মুক্তিযোদ্ধা। দেশের প্রতি ভালোবাসা অতীতেও ছিলো, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশের প্রতিটি ধর্মের প্রতি আমার শ্রদ্ধা আছে। ধর্ম নিয়ে কেউ যেন রাজনীতি না করে, সেটাই কাম্য।”
পুলিশ বাহিনীর ভূমিকার সমালোচনা করে গয়েশ্বর রায় বলেন, “ফ্যাসিস্ট শাসনের সহযোদ্ধা ছিলো পুলিশ। তারা জালিয়াতির মাধ্যমে ভোট কেন্দ্র দখল করে রেখেছে। তাদেরও বিচার হওয়া উচিত। আজকের প্রজন্ম জানেই না ভোট দেওয়ার স্বাদ কেমন, কারণ তাদের সে সুযোগই দেওয়া হয়নি।”
বিজয় র্যালিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায়, বিএনপির প্রবীণ নেতা ও সাবেক উপজেলা সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান নাসের, বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ, মোকাররম হোসেন সাজ্জাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরও পড়ুন:








