ঐতিহাসিক ৩৬ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা জেলা শাখার উদ্যোগে কেরানীগঞ্জে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ১০টায় কদমতলী গোলচত্বর থেকে এ মিছিল শুরু হয়। এতে দলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানে অংশ নেন। মিছিলটি এলাকায় সংহতির বার্তা ছড়িয়ে দেয় বলে জানিয়েছেন আয়োজকরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এসময় বলেন, “৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল ছাত্র ও জনতার ঐক্যবদ্ধ প্রতিবাদের ফল। এটি ছিল এক নবজাগরণের সূচনা।” তাঁরা আরো বলেন, “গণমানুষের অধিকার রক্ষায় এ ধরনের আন্দোলনের ধারা অব্যাহত রাখতে হবে।”
মিছিলে দলের ঢাকা জেলার শীর্ষ নেতাসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
প্রসঙ্গত, ৩৬ জুলাইকে ‘ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান’ হিসেবে উল্লেখ করে জামায়াত এ দিনকে স্মরণ করছে। এ উপলক্ষে সারাদেশে নানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।
আরও পড়ুন:








