রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

জাজিরায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি:

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৫ ১৫:০০

শেয়ার

জাজিরায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ছবি সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক

মোশাররফ বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) বেলা ১২ টার দিকে তাকে জাজিরা পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোশাররফ বেপারী জাজিরার দক্ষিণ বাইকশা গ্রামের মৃত আলাউদ্দিন বেপারীর ছেলে।

জাজিরা থানা পুলিশসূত্রে জানাগেছে, জাজিরা উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোশাররফ বেপারীর বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১২ টার দিকে

জাজিরা থানার এসআই বাহাউদ্দিন বাবলার নেতৃত্বে জাজিরা পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এছাড়াও সাংবাদিকদের কাজে বাঁধা দেয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপার জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, জাজিরা উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোশাররফ বেপারীর বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১২ টার দিকে

জাজিরা থানার এসআই বাহাউদ্দিন বাবলার নেতৃত্বে জাজিরা পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এছাড়াও সাংবাদিকদের কাজে বাঁধা দেয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।



banner close
banner close