রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

সাবেক নারী কাউন্সিলরসহ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৫ ১২:১০

আপডেট: ৪ আগস্ট, ২০২৫ ১২:১৪

শেয়ার

সাবেক নারী কাউন্সিলরসহ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

সাবেক নারী ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে, শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, ৫ আগস্ট (মঙ্গলবার) ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। তারই অংশ হিসেবে আওয়ামী লীগের এই ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।



banner close
banner close