রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ঝালকাঠি পৌর আওয়ামী লীগ সভাপতি লিয়াকত আলী তালুকদার গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫ ১৯:৫২

শেয়ার

ঝালকাঠি পৌর আওয়ামী লীগ সভাপতি লিয়াকত আলী তালুকদার গ্রেফতার
ছবি সংগৃহীত

ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (৩ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে লিয়াকত আলী তালুকদারকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, লিয়াকত আলী তালুকদার দীর্ঘদিন ধরে ঝালকাঠি পৌর আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে রয়েছেন এবং পৌরসভার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার মেয়াদকালে বিভিন্ন রাজনৈতিক বিতর্ক ও আলোচনায় তিনি ছিলেন কেন্দ্রবিন্দুতে।

গ্রেফতারের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানা গেছে।



banner close
banner close