রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

কুমিল্লায় আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি:

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫ ১৬:১১

আপডেট: ৩ আগস্ট, ২০২৫ ১৬:১৩

শেয়ার

কুমিল্লায় আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

কুমিল্লা নাঙ্গলকোটে আলাউদ্দিন (৫০) নামের সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে আওয়ামীলীগ সমর্থিত সন্ত্রাসীরা।

রবিবার দুপুর ১টায় নাঙ্গলকোট উপজেলার বক্সগন্জ ইউনিয়নের শুভপুর এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন (৫০) বক্সগন্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরুজ মিয়ার বড় সন্তান। নিহত আলাউদ্দিন বক্সগন্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন।

নিহতের চাচাতো ভাই নূর মোহাম্মদ জানান- আলাউদ্দিন নিজগ্রাম আলীয়ারা এলাকায় আপন জেঠাতো ভাই মৃত আবুল বাশার কে জানাযা দিয়ে অন্য এলাকায় যাওয়ার জন্য অজ্ঞাতনামা ব্যক্তির সিএনজিতে যাওয়ার পথিমধ্যে শুভপুর এলাকায় সিএনজি পৌঁছা মাত্রই বক্সগন্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি শেখ ফরিদের কর্মীরা আলীয়ারা গ্রামের সালেহ আহমেদ এর পুত্র নুরুউদ্দিন, দুলাল মিযার পুত্র রিযাদ, জালাল আহমেদ এর পুত্র সজিব ও ইউনুসসহ অজ্ঞাত ১০/১২ জন আওয়ামীলীগের সন্ত্রাসীরা সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন(৫০) এর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে।

আওয়ামী সমর্থিত সন্ত্রাসীরা আলাউদ্দিনকে হত্যা করে লাশটি রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে স্থানীয় ব্যক্তিবর্গ ইউপি মেম্বার আলাউদ্দিনকে নাঙ্গলকোর্ট স্থানীয় হাসপাতালে নিলে ডাক্তার থাকে মৃত ঘোষণা করে।

এদিকে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ(ওসি) এ.কে.এম ফজলুল হক জানান- কাতার প্রবাসী সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনের সাথে অভিযুক্ত কিছু ব্যক্তির পূর্ব শত্রুতা ছিল। জমি সংক্রান্ত জেরে ইউপি সদস্যকে হত্যা করতে পারে বলে প্রাথমিক ধারণা করা যাচ্ছে। আসামীদের আইনের আওতায় আনতে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

লাশটি ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



banner close
banner close