নির্বাচন কমিশন অঙ্গজুড়ে সামরিক উর্দি ও দলীয় পোশাকে আবৃত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বর্তমান কমিশন নাগরিকদের অধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা চালাচ্ছে বলেও মনে করেন তিনি।
রবিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এনসিপি প্রতিনিধি দল বৈঠকের পর একথা বলেন তিনি। এ সময় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১২টা থেকে ঘণ্টারব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দল।
কমিশনকে মেরুদণ্ডহীন বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন বলেন, ‘দিন দিন দেখতে পাচ্ছি, ইসির অধিকাংশ অঙ্গজুড়ে হলো সামরিক উর্দি পরা পোশাকে এবং বাকি যতটুকু যারা আছে তারা দলীয় পোশাকে আবৃত। এখনো ইসিকে ভুল ধরিয়ে দিয়ে সংশোধনের সুযোগ দিচ্ছি।’
তিনি অভিযোগ করেন, ‘আগে ভোট দেয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বাংলাদেশের মানুষকে; এবার নেয়ার অধিকার থেকে বঞ্চিত করার জন্য পাঁয়তারা চালাচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দল ছাড়া অন্য কেউ যদি ভোট নিতে আসে, তাহলে সেখানে তারা সমস্যার সৃষ্টি করবে। এ পরিস্থিতির দিকে যাচ্ছে। ইলেকশন কমিশন সে পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে।’
তিনি বলেন, ‘আমরা ইসিকে যতটুকু পর্যবেক্ষণ করছি, ডে বাই ডে সেটাই দেখতে পাচ্ছি। এটার অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক উর্দি পরা পোশাকে এবং বাকি যতটুকু যারা আছে তারা দলীয় পোশাকে আবৃত। এজন্য আমরা গণতান্ত্রিক, আহত শহীদ হয়েছিল উনাদের এজেন্স ছিল ভোট দিতে পারি, তাই মাঠে আন্দোলন করেছি; তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাচ্ছি।’
আরও পড়ুন:








