রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

চাটমোহরে কৃষি ব্যাংকে হামলার ঘটনায় যুবদল নেতা লোকমান গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫ ১২:৩২

শেয়ার

চাটমোহরে কৃষি ব্যাংকে হামলার ঘটনায় যুবদল নেতা লোকমান গ্রেপ্তার
ছবি সংগৃহীত

পাবনার চাটমোহরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর এবং কর্মকর্তাদের মারধরের মামলার প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা লোকমান হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২ আগস্ট) বিকেলে চাটমোহর উপজেলার ফৈলজানা গ্রাম থেকে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রোববার (৩ আগস্ট) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

গ্রেপ্তারকৃত লোকমান হোসেন ফৈলজানা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি ফৈলজানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ছিলেন এবং একই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১ আগস্ট রাতে জেলা যুবদল তাকে দল থেকে বহিষ্কার করে।

র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, গত ৩১ জুলাই দুপুরে চাটমোহরের ফৈলজানা এলাকায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের স্থানীয় শাখায় লোকমান হোসেন ও তার সহযোগীরা প্রবেশ করে ভাঙচুর চালান এবং কর্মকর্তাদের ওপর হামলা চালান।

তদন্তে জানা যায়, লোকমান হোসেন ঐ ব্যাংক থেকে তিন লাখ টাকা ঋণ নিয়েছিলেন। দীর্ঘদিন পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি সহযোগীদের নিয়ে ব্যাংকে হামলা চালান। বাধা দিলে ব্যাংকের ব্যবস্থাপকসহ (ম্যানেজার) একাধিক কর্মকর্তা মারধরের শিকার হন।

ঘটনার পর ব্যাংকের ব্যবস্থাপক শামসুজ্জামান নয়ন বাদী হয়ে চাটমোহর থানায় একটি মামলা (মামলা নম্বর-১৫) দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটমোহর থানায় হস্তান্তর করে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, রোববার সকালে গ্রেপ্তারকৃত লোকমান হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



banner close
banner close