রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মনোনয়নকে ঘিরে সরগরম সরাইল-আশুগঞ্জ, বিএনপির ৬ নেতার দৌড়ঝাঁপ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫ ০৯:১২

শেয়ার

মনোনয়নকে ঘিরে সরগরম সরাইল-আশুগঞ্জ, বিএনপির ৬ নেতার দৌড়ঝাঁপ
ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দৌড়ঝাঁপ ও তৎপরতা বাড়ছে। দলীয় ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছেন ছয়জন সম্ভাব্য প্রার্থী'র নাম। নিজ নিজ অবস্থান থেকে সকলেই সক্রিয়ভাবে চালিয়ে যাচ্ছেন প্রচারণা।

মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন, বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মো. শামীম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা আহসান উদ্দিন খান শিপন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস. এন. তরুণ দে ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান সিরাজ।

এ বিষয়ে, ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, এ আসন থেকে আমার বাবা নির্বাচন করেছেন। নাড়ির টানে আমিও এখানে নির্বাচন করতে চাই। দীর্ঘদিন ধরে আমি প্রস্তুতি নিচ্ছি। দুই উপজেলার নেতাকর্মী ও সাধারণ ভোটার আমার পক্ষেই আছেন।

অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, “দলের দুঃসময়ে তৃণমূলে কাজ করেছি। নেতাকর্মীদের শতভাগ সমর্থন আমার পক্ষে। তাদের সমর্থনেই প্রার্থী হয়েছি, আশা করছি দল আমাকে মূল্যায়ন করবে।”

আহসান উদ্দিন খান শিপন বলেন, “গত ৩০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দলের প্রতি নিবেদিত থেকে কাজ করে যাচ্ছি। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।”

শেখ মো. শামীম বলেন, “ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। এরশাদ আমল থেকে শুরু করে স্বৈরাচারী হাসিনা সরকারের আমলেও একাধিকবার জেল-জুলুম সহ্য করেছি। আমার নামে ৫০টিরও বেশি মামলা রয়েছে। দল নিশ্চয়ই এসব বিবেচনায় আনবে।

এস. এন. তরুণ দে বলেন, “দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলাম, এখনো আছি। আশাবাদী যে দল আমাকে মূল্যায়ন করবে।

মো. শাহজাহান সিরাজ বলেন, “দলের প্রতিষ্ঠালগ্ন থেকেই সক্রিয়ভাবে কাজ করছি। দলীয় অবদান মূল্যায়ন করে আমাকে মনোনয়ন দেবে বলে আশাবাদী।”

তবে মনোনয়ন প্রত্যাশী সকলের দাবি, শেষ সিদ্ধান্ত হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তাঁদের সিদ্ধান্তই চূড়ান্ত। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তার পক্ষেই কাজ করবো।



banner close
banner close