চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পক্ষ থেকে রাষ্ট্র সংস্কার ও মেরামতের লক্ষ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য দিনব্যাপী লিফলেট বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মুঃ ইমদাদুল হক মাসুদ এই কর্মসূচির নেতৃত্ব দেন।
শনিবার (০২ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত ভোলাহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করা হয়। ভোলাহাট বাসস্ট্যান্ড, ফুটানীবাজার, বাচ্চামারী হাট, মুশরীভুজা বাজারসহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পরিচালিত হয়। উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ইঞ্জিনিয়ার মাসুদের সাথে এই কার্যক্রমে অংশ নেন।
কর্মসূচি চলাকালীন ইঞ্জিনিয়ার মুঃ ইমদাদুল হক মাসুদ বলেন, “আমি যদি দলীয় মনোনয়ন পাই, তাহলে তিন উপজেলার জলাবদ্ধতা নিরসন, বেকারত্ব দূরীকরণ, মাদকমুক্ত যুবসমাজ প্রতিষ্ঠা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ নানান উন্নয়নমূলক কাজে আত্মনিয়োগ করব।” তিনি আশা প্রকাশ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল তার যোগ্যতার মাপকাঠিকে মূল্যায়ন করবে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ সারওয়ার্দি, কোষাধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মজনু মিয়া, প্রচার সম্পাদক মোঃ আব্দুল বারী, বিএনপি নেতা মোঃ ইসমাইল হোসেন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
ইঞ্জিনিয়ার মুঃ ইমদাদুল হক মাসুদ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর জাতীয়তাবাদী ছাত্রদল আহসানুল্লাহ হলের সাবেক ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তার রাজনৈতিক অভিজ্ঞতা ও সততা দিয়ে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এই লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে বিএনপি’র ৩১ দফা কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি ইঞ্জিনিয়ার মাসুদের জনপ্রিয়তা ও দলীয় মনোনয়নের দাবিকে আরও শক্তিশালী করার চেষ্টা করা হয়েছে।
আরও পড়ুন:








