রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

শেখ হাসিনার লুটপাটের চিত্র শিল্পকারখানা ধ্বংসের প্রতিচ্ছবি: শ্রমিক জাগপা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৫ ১৮:১৭

শেয়ার

শেখ হাসিনার লুটপাটের চিত্র শিল্পকারখানা ধ্বংসের প্রতিচ্ছবি: শ্রমিক জাগপা
ছবি সংগৃহীত

শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগের বিগত ১৫ বছর ধরে ভারতকে খুশি রাখার মূল এজেন্ডা ছিল বাংলাদেশের শিল্পখাতকে পর্যায়ক্রমে ধ্বংস করা।

তিনি বলেন, শেখ হাসিনার লুটপাটের চিত্র হচ্ছে শিল্পকারখানা ধ্বংসের বর্তমান প্রতিচ্ছবি। শেখ হাসিনার আমলে কলকারখানার ধ্বংসযজ্ঞ থেকে এখনো বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারেনি। এখনো পতিত স্বৈরাচার হাসিনার দোসররা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

আগামী ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার লক্ষ্যে শনিবার সকালে শ্রমিক জাগপার উদ্যোগে রাজধানীর বিজয়নগর ও পল্টন এলাকায় বিক্ষোভ মিছিলপূর্ব বক্তব্যে আসাদুজ্জামান বাবুল এসব কথা বলেন।

শ্রমিক জাগপার এই সভাপতি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে পঙ্গু রাষ্ট্র বানানোর পরিকল্পনা করেছিল ভারতীয় ভাতাপ্রাপ্ত আমলারা। কখনো গার্মেন্টস কারখানায় আগুন দিয়ে শিল্প ধ্বংস করেছে, আবার কখনো শ্রমিকদের আগুন দিয়ে পুড়ে কয়লা বানিয়েছে। যে ষড়যন্ত্রের মূল লক্ষ্য ছিল পোশাক উৎপাদনে বাংলাদেশকে বিশ্বের কাছে অনিরাপদ রাষ্ট্র বানানো।

তিনি আরও বলেন, বিগত পনের বছর ধরে যেসব শ্রমিক হত্যা হয়েছে, তার বিচার না হওয়া পর্যন্ত শ্রমিক-জনতা রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। একই সাথে পঙ্গুত্ববরণ করা সকল শ্রমিককে পুনর্বাসন করতে হবে। আন্দোলনের নামে পরিবহনখাতে উসকানি দিয়ে শ্রমিদের আন্দোলনে নামানোর গভীর ষড়যন্ত্র বন্ধ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, প্রোগ্রাম ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনাম, শ্রমিক নেতা কামরুল ইসলাম, রুবেল মিয়া, মাহবুব আলম প্রমুখ।



banner close
banner close