হবিগঞ্জের নবীগঞ্জে নাশকতা ও রাজনৈতিক সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন জাবেদুল আলম চৌধুরী সাজু (৪০), যিনি নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে নবীগঞ্জ শহরের বাঁশবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সাজু উপজেলার চরগাঁও গ্রামের বাসিন্দা এবং নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন চৌধুরীর ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে হবিগঞ্জ শহরে অনুষ্ঠিত 'বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে' সংঘটিত হামলার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। একই সঙ্গে নবীগঞ্জের বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনায়ও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করা হয়েছে।
হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা এবং নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।”
আরও পড়ুন:








