চট্টগ্রামের বাঁশখালীতে ‘জুলাই গণহত্যার’ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। শুক্রবার (১ আগস্ট) বিকেলে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম জেলা পশ্চিম শাখার উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিলটি উপজেলার মিয়ার বাজার থেকে শুরু হয়ে জিএস প্লাজা চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের সেক্রেটারি ফরমানুর রহিম জাহিন। প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি ও বাঁশখালী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিবির নেতা সারতাজ আরেফিন ফাহিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পশ্চিম শাখার স্কুল অ্যান্ড কলেজ সম্পাদক আমির উদ্দিন।
বক্তব্যে ফরমানুর রহিম জাহিন বলেন, “এক বছর পেরিয়ে গেলেও জুলাই গণহত্যার কোনো বিচার হয়নি। প্রশাসনের নিরব ভূমিকার সুযোগে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা এখনও স্বতঃস্ফূর্তভাবে ঘুরে বেড়াচ্ছে। আমরা প্রশ্ন করি—আর কত সময় গেলে টনক নড়বে? প্রয়োজনে আরেকটি ‘জুলাই বিপ্লব’ ঘটবে, কিন্তু স্বৈরাচারীদের এ বাংলার মাটিতে কোনো স্থান থাকবে না।”
তিনি আরও বলেন, “চাঁদাবাজি চলছে, প্রশাসন নিশ্চুপ—কেন? আমরা জবাব চাই। হুমকি-ধমকি দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে দমানো যাবে না।”
প্রধান বক্তা মাওলানা জহিরুল ইসলাম বলেন, “ইসলামী ছাত্র শিবির একটি মেধাবী ছাত্র সংগঠন হিসেবে শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত। জুলাই বিপ্লবের এক বছর পার হলেও সরকার এখনও ‘জুলাই সনদ’ দিতে ব্যর্থ। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত সিদ্ধান্ত না এলে, আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির অধ্যক্ষ আবু তাহের, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম, শিবির নেতা আমিনুল ইসলাম মুকুল সহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আরও পড়ুন:








