আগস্ট বিপ্লব উদযাপন উপলক্ষে গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে জেলা বিএনপির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। সভা সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টুটুল।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, আব্দুল মোন্নাফ আলমগীর, সাবেক পিপি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার জিন্না, জিয়া পরিষদের সদস্যসচিব সাজু, জেলা সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুজ্জামান নাদিম, জেলা যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাঘাটা বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সদর বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আজাদ, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফারুক, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ ও সদস্যসচিব মাহামুদুল ইসলাম প্রামানিক, পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, জেলা শিল্পবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা, যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল, মহিলা দলের সভাপতি ইয়াসমিন শোভা ও সাধারণ সম্পাদক মৌসুমি আক্তার তমা, ছাত্রদলের সভাপতি জাকারিয়া আলম জিম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন প্রমুখ।
বক্তারা ৫ আগস্ট 'আগস্ট বিপ্লব' উপলক্ষে জেলা শহরে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিলের আয়োজনের ঘোষণা দেন। তাঁরা জানান, কর্মসূচিতে প্রতিটি উপজেলা থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
সভায় বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করে কর্মসূচিকে সফল করার আহ্বান জানান।
আরও পড়ুন:








