বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও-১ (সদর) আসনে মনোনীত প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। দেশ পরিচালিত হবে কি ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদী শক্তির হাতে, নাকি দেশবিরোধী ফ্যাসিস্ট গোষ্ঠী ও তাদের সহযোগীদের মাধ্যমে—তা এখন নির্ধারণের সময় এসেছে।”
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও শহর শাখা আয়োজিত ভোটকেন্দ্র কমিটির সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেলাওয়ার হোসেন বলেন, “দীর্ঘ ১৬ বছর দেশের জনগণ ছিল বিদেশি শক্তি দ্বারা প্রভাবিত শাসকদের দমন-পীড়নের শিকার। সম্প্রতি ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে গণআন্দোলনের যে বিস্তার ঘটেছে, তা দেশের মুক্তি-সংগ্রামেরই অংশ। শহীদদের সেই ত্যাগের মর্যাদা দিতে হলে, নির্বাচনে সৎ, দেশপ্রেমিক ও ইসলামী মূল্যবোধসম্পন্ন নেতৃত্বকে বিজয়ী করতে হবে।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার পর দেশের মানুষ বারবার বিভিন্ন রাজনৈতিক দলকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়েছে। কিন্তু ক্ষমতায় গিয়ে অধিকাংশই জনগণের চেয়ে নিজের উন্নয়নেই মনোযোগ দিয়েছে। আমরা চাই জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে, শাসক হিসেবে নয়।”
ভোটকেন্দ্র কমিটির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “ভোট হচ্ছে একটি পবিত্র আমানত। জনগণ তাদের বিশ্বাসের প্রতীক হিসেবে আপনাদের হাতে এই দায়িত্ব অর্পণ করবে। তাই ভোট গ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণার আগ পর্যন্ত দায়িত্ব থেকে বিচ্যুতি চলবে না। সকল বাধা অতিক্রম করে কেন্দ্র পাহারা দেওয়াই হবে আপনাদের প্রধান দায়িত্ব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান শাহ শামীম। বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম, বর্তমান জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর এবং সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মদ।
আরও পড়ুন:








