জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র গণআন্দোলন ও গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সিরাজগঞ্জে ফ্যাসিস্ট সরকারের পতনের দাবিতে জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের ইবি রোডস্থ পাঁচরাস্তা মোড়ে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে সরকারের দ্রুত পদত্যাগ এবং অবাধ জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে।”
তিনি বলেন, “২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক দমন-পীড়নের শিকার হয়েছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মুখে পড়ে, তবুও তাদের ষড়যন্ত্র চলমান রয়েছে। এ ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি জুলাই-আগস্ট আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন দাবি করেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।
প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমীরুল ইসলাম খান আলিম।
এছাড়াও বক্তব্য দেন বিএনপি নেতা নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, শামীম খান, জাহাঙ্গীর হোসেন সেলিম, হারুন অর রশিদ খান হাসান, নূর কায়েম সবুজ, মির্জা মোস্তফা জামান, আবু সাঈদ সুইট, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের নেতারা।
সভায় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








