রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

জামায়াত আমির ডা. শফিকুর রহমান-এর সুস্থতার জন্য দোয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৫ ১৫:৫১

শেয়ার

জামায়াত আমির ডা. শফিকুর রহমান-এর সুস্থতার জন্য দোয়ার আহ্বান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা এবং মানবিক গুণাবলিতে সমৃদ্ধ জননেতা ডা. শফিকুর রহমান শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

দলের কেন্দ্রীয় দফতর থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে। একইসঙ্গে দেশবাসী ও প্রবাসে অবস্থানরত সকল ভাই-বোনের প্রতি তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানানো হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়:

“আসুন, আমরা সকলে সম্মানিত আমিরে জামায়াতের সুস্থতার জন্য কায়মনোবাক্যে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি।

হে রাজাধিরাজ, আরশের মালিক! আপনি আপনার প্রিয় গোলাম, আমাদের সম্মানিত রাহবারের প্রতি রহম করুন, তাঁকে ক্ষমা করুন এবং পূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন।

হে রাব্বুল আলামিন! তাঁর চিকিৎসায় নিয়োজিতদেরকে সর্বোত্তম চিকিৎসাসেবা সম্পাদনের তাওফিক দিন। আমিন।”

দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সামাজিক মাধ্যমে ডা. শফিকুর রহমানের রোগমুক্তির জন্য দোয়ার আহ্বান জানাচ্ছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও জামায়াত আমিরের দ্রুত আরোগ্য কামনায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে দোয়া ও ইবাদতের আয়োজন করা হচ্ছে।



banner close
banner close