জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এবং ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে বেলাবো উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খলিলুজ্জামান তপনকে শোকজ করেছে উপজেলা বিএনপি।
জানা যায়, ৩০ জুলাই ২০২৫, বুধবার বিকেল আনুমানিক ২টা ৩০ মিনিটে বেলাবোর আলাপন ইউনিয়নের বটেশ্বর গ্রামে এনসিপির কেন্দ্রীয় নেতারা সফরে আসেন। ওই অনুষ্ঠানে বিএনপি নেতা খলিলুজ্জামান তপনের উপস্থিতি এবং এনসিপি নেতাদের সঙ্গে ছবি তোলার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় বেলাবো উপজেলা বিএনপি দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে শোকজ নোটিশ দেয়। নোটিশে উল্লেখ করা হয়, তার এ ধরনের আচরণ দলের ভাবমূর্তি ও অভ্যন্তরীণ শৃঙ্খলায় নেতিবাচক প্রভাব ফেলেছে।
নোটিশে আরও বলা হয়, কেন তাকে দল থেকে বহিষ্কার করা হবে না—তা ৭ (সাত) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নোটিশে স্বাক্ষর করেন।
আরও পড়ুন:








