রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক মামলার দুই ইউপি সদস্য গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৫ ০৮:৪০

আপডেট: ৩১ জুলাই, ২০২৫ ০৮:৪১

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক মামলার দুই ইউপি সদস্য গ্রেপ্তার
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় রাজনৈতিক মামলায় দীর্ঘদিন পলাতক থাকা দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—গোপীনাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকির হোসেন (৫৮) এবং বায়েক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তাজুল ইসলাম (৫৫)।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, “দুই ইউপি সদস্য একটি রাজনৈতিক মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। নিরাপত্তা-সংক্রান্ত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও জানান, “তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি এখনও বিচারাধীন। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত দুই জনপ্রতিনিধি দায়িত্বে থাকার পাশাপাশি বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছিলেন।



banner close
banner close