রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বাগেরহাটে আসনসংখ্যা কমানোর প্রস্তাবের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি:

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৫ ২২:৪৫

আপডেট: ৩০ জুলাই, ২০২৫ ২৩:০১

শেয়ার

বাগেরহাটে আসনসংখ্যা কমানোর প্রস্তাবের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
ছবি বাংলা এডিশন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার চারটি আসনের মধ্যে একটি আসন কমানোর প্রাথমিক প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটি। বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

এই প্রস্তাবের পর রাত ১০টার দিকে জেলা বিএনপির পক্ষ থেকে বাগেরহাট শহরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খাদেম নিয়ামুল নাছির আলাপ, বিএনপি নেতা হাদিউজ্জামান হিরো, সৈয়দ নাসির আহম্মেদ মালেক এবং শ্রমিক নেতা সরদার লিয়াকত আলী প্রমুখ।

বক্তারা বলেন, “বাগেরহাটে চারটি আসন থেকে একটি বাদ দেওয়ার প্রস্তাব গভীর ষড়যন্ত্রের অংশ। সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদের মতো বিশ্ব ঐতিহ্য যেখানে রয়েছে, সেই এলাকাকে গুরুত্বহীন করার উদ্দেশ্যেই এই পরিকল্পনা করা হয়েছে।”

তারা এই প্রস্তাবকে ‘অন্যায়’ আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। দাবি না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন নেতারা।

উল্লেখ্য, ১৯৭০ সালে জেলা হিসেবে প্রতিষ্ঠার সময় থেকেই বাগেরহাটে চারটি সংসদীয় আসন রয়েছে।



banner close
banner close