চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিএনপি ও যুবদলের শীর্ষ পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার (২৯ জুলাই) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত নেতারা হলেন—চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজী, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম এবং যুবদল নেতা কামাল উদ্দিন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড, সংঘাত-সৃষ্টিকারী ভূমিকা এবং ব্যক্তিগত আধিপত্য বিস্তারের প্রবণতার কারণে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিতে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। বারবার সতর্ক করা সত্ত্বেও তারা সংশোধন না হওয়ায়, গঠনতন্ত্রের বিধান অনুযায়ী তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল বলেন, “আমি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানিনি। বর্তমানে রাউজানে আহত নেতাকর্মীদের সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছি।”
আরও পড়ুন:








