রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

সংস্কার ও বিচার ছাড়া গ্রহণযোগ্য নয় নির্বাচন: মুফতি রেজাউল করিম

ঝিনাইদহ প্রতিনিধি:

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫ ২১:৩৬

শেয়ার

সংস্কার ও বিচার ছাড়া গ্রহণযোগ্য নয় নির্বাচন: মুফতি রেজাউল করিম
ছবি সংগৃহীত

দেশে প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার সম্পন্ন এবং বিগত সময়ে সংঘটিত গণহত্যার নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আয়োজিত দলটির এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুফতি রেজাউল করিম বলেন, “যারা অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তারা আবার ক্ষমতায় এসে দেশকে কী উপহার দেবে, তা জাতির জানা আছে। এখন প্রয়োজন প্রকৃত সংস্কার, জবাবদিহিতামূলক সরকার এবং জনগণের অধিকার নিশ্চিত করা।”

তিনি প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে বলেন, এই পদ্ধতিই জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পারে।

গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল আওয়াল, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করিম, জেলা জামায়াতের আমীরসহ এনসিপির নেতৃবৃন্দ।



banner close
banner close