রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

আগামীতে যেন মন্দির পাহারা দিতে না হয়, এমন বাংলাদেশ গড়তে চাই: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৫ ০৯:৫২

শেয়ার

আগামীতে যেন মন্দির পাহারা দিতে না হয়, এমন বাংলাদেশ গড়তে চাই: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামীতে যেন মন্দির পাহারা দিতে না হয়, এমন বাংলাদেশ গড়তে চাই।

রোববার রাতে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে জামালপুর শহরের দয়াময়ী মন্দিরে পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টির প্রতিশ্রুতি, সব নাগরিকের জন্য একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। যেখানে প্রতিটি মানুষ তার নাগরিক অধিকার ও মর্যাদা পাবে। সবাই সমান হিসেবে বিবেচিত হবে।

তিনি আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি- যেখানে সংখ্যালঘু বিভেদের ঊর্ধ্বে গিয়ে সবাই সমান হবো। যে বাংলাদেশে আমাদের আর মন্দির পাহারা দেওয়ার মত ঘটনা আসবে না। সব ধর্মের মানুষ নিরাপত্তার সঙ্গে প্রার্থনা করতে পারবে। আমরা প্রত্যকটি ধর্মীয় এবং জাতীয় যে সংস্কৃতি রয়েছে, সেটার পক্ষে কথা বলছি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই আহ্বায়ক বলেন, আমরা জানি গত ৫৪ বছরে বাংলাদেশে বৈষম্য রয়েছে। সমান অধিকার, মুক্তিযুদ্ধের সাম্য, ন্যায় বিচার ও মর্যাদা আমরা নিশ্চিত করতে পারিনি। কিন্ত তরুণরা গণঅভ্যুত্থানে নেমেছে, এবার একটা নতুন বাংলাদেশের আকাঙ্খা করছে। আমরা চাই সেই বাংলাদেশ এবার তৈরি করতে, সে লক্ষ্যে নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। আমরা আপনাদের কাছে দোয়া ও আশীর্বাদ চাই।

তিনি বলেন, তরুণদের রাজনৈতিক দল হিসেবে, এই দলে শুধু তরুণ নয় সব বয়সের মানুষ রয়েছে। নারী, পুরুষ সব ধর্মের মানুষ রয়েছে। আপনারা সহযোগিতা করবেন।

এই এনসিপি নেতা বলেন, রাজনৈতিক দল হিসেবে আমরা অবশ্যই বাংলাদেশের সব ধর্ম, জাতি বর্ণ, সবার সঙ্গে থাকব। ন্যায় বিচারের পক্ষে থাকব, সত্যের পক্ষে থাকব।

এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান, জাতীয় যুব শক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল, সংগঠক মোসাদ্দেকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।



banner close
banner close