রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

শাসক নয়, বদলাতে হবে শাসনব্যবস্থাও: টাঙ্গাইলে জোনায়েদ সাকি

টাঙ্গাইল প্রতিনিধি:

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৫ ২২:৫৪

শেয়ার

শাসক নয়, বদলাতে হবে শাসনব্যবস্থাও: টাঙ্গাইলে জোনায়েদ সাকি
ছবি সংগৃহীত

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, "শুধু শাসক নয়, শাসনব্যবস্থাও পরিবর্তন করতে হবে। ফ্যাসিবাদী শাসকের সঙ্গে সঙ্গে ফ্যাসিবাদী শাসনব্যবস্থাকেও বিদায় জানাতে হবে। এটি আমাদের সংগ্রামের মূল লক্ষ্য। কারণ, শুধুমাত্র ব্যক্তি বদল করে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।"

রোববার (২৭ জুলাই) বিকেলে টাঙ্গাইল শহীদ মিনারে গণসংহতি আন্দোলনের জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, "বছরের পর বছর লড়াই করে মানুষ বারুদের স্তূপে পরিণত হয়েছে। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধান সংশোধন করে, তখনই স্পষ্ট হয়—তারা গণতান্ত্রিক কাঠামো ভেঙে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায়। তারা রাষ্ট্রক্ষমতাকে নিজেদের জন্য চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করতে চেয়েছে।"

সাকি বলেন, "যে সংবিধান মহান মুক্তিযুদ্ধের ভিত্তিতে রচিত হয়েছে, তাতে মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ঘটেনি। বরং ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়েছে একজন ব্যক্তির হাতে, যিনি প্রধানমন্ত্রী হন, তিনিই রাষ্ট্রের সমস্ত ক্ষমতার মালিক। এর মাধ্যমে রাষ্ট্রকে ব্যক্তিকেন্দ্রিক করে জনগণের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে।"

তিনি আরও বলেন, "দেশে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা-মামলা, গুম-খুনের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। অথচ সরকারের কথিত গণতন্ত্রে শ্রমিক, নারী, তরুণ, সংখ্যালঘু ও নিপীড়িত জনগোষ্ঠীর কোনো স্থান নেই।"

ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনা কাজে লাগাতে হলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে নীতি পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন জোনায়েদ সাকি।

সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের টাঙ্গাইল সদর উপজেলার আহ্বায়ক মোফাখখারুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা সংগঠক ফাতেমা রহমান বিথি, পৌর কমিটির সদস্যসচিব ফারজানা জেসমিন এবং নিহত মারুফের মা মোরশেদা বেগম।



banner close
banner close