সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

সরকারের পৃষ্ঠপোষকতায় গঠিত এনসিপি: কুমিল্লায় অভিযোগ ভিপি নুরের

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৫ ২১:২৭

শেয়ার

সরকারের পৃষ্ঠপোষকতায় গঠিত এনসিপি: কুমিল্লায় অভিযোগ ভিপি নুরের
ছবি সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর অভিযোগ করেছেন, সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় আত্মপ্রকাশ করেছে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ভিপি নুর বলেন, “এনসিপি নামক নতুন রাজনৈতিক দলটি সরকারের সরাসরি সমর্থন ও আশীর্বাদে গঠিত হয়েছে। এটি বর্তমান শাসকগোষ্ঠীর অপকৌশলের অংশ।" তিনি প্রশ্ন তোলেন, "যদি সচিবালয়ের মতো স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে এই সরকার কীভাবে দেশের ১৮ কোটি মানুষের নিরাপত্তা দিতে পারবে?"

তিনি আরও বলেন, “যদি সরকার নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনায় ব্যর্থ হয়, তবে একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠনের প্রয়োজনীয়তা দেখা দেবে।”

এ সময় আওয়ামী লীগকে স্থায়ীভাবে রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবিও জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মঞ্জুর মোরশেদ মামুন প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফয়েজ উল্লাহ।



banner close
banner close