সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মুজিববাদের রাজনীতি বাংলাদেশে আর হবে না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৫ ১৯:৪১

শেয়ার

মুজিববাদের রাজনীতি বাংলাদেশে আর হবে না: নাহিদ ইসলাম
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদের রাজনীতি বাংলাদেশে আর হবে না। শুক্রবার দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, মুজিববাদ নানা ছলে-বলে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করেছে। মুজিববাদের রাজনীতি বাংলাদেশে আর হবে না। এদের বিরুদ্ধে সামাজিক-সাংস্কৃতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুজিববাদ মানে একদলীয় শাসনব্যবস্থা, লুটপাট, দুর্নীতি, ইসলামবিদ্বেষ, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল,দেশ ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি। ফলে মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শকে আমাদের রক্ষা করতে হবে।

তিনি বলেন, এমন একটা দেশে আমরা বসবাস করি, যেখানে বাসের ও বিমানের ফিটনেস থাকে না। মানুষের ফিটনেস থাকে না, এমনকি রাষ্ট্রেরও ফিটনেস থাকে না।

ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ছাত্র-জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আপনাদের সন্তানরা যারা রাস্তায় জীবন দিয়েছে, তাদের আকাঙ্খা পূরণের জন্য হলেও এই রাষ্ট্রের ফিটনেস আমাদের তৈরি করতে হবে। এই রাষ্ট্রের মেরামত আমাদের করতে হবে।

এর আগে, জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সঙ্গে নাহিদ ইসলাম কথা বলেন। এরপর শহরের কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় শেষে পদযাত্রা করে শহরের আলফাত স্কয়ারে আসেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়ের সঞ্চালনায় পথসভার শুরুতে দলটির সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী (সুমন রাজা) বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক,সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন,যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির প্রমুখ।

সভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন,পদযাত্রা থেকে অনুধাবন করতে পেরেছি- মানুষের জীবনের নিরাপত্তা, মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা ও মানুষের সমস্যা সমাধানই বর্তমান বাংলাদেশের রাজনীতি। এটাই আমাদের পদযাত্রার শিক্ষা।

দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা শুনতে পেরেছি, যারা এনসিপি করতে চায় তাদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে এনসিপিকে শক্তিশালী করুন। সুনামগঞ্জে কর্মসংস্থানের অভাব রয়েছে। সরকার আসে-যায় কিন্তু সুনামগঞ্জের পরিবর্তন হয় না। অবস্থার পরিবর্তনে আপনাদের সংঘবদ্ধ হতে হবে।

এনসিপির সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী সুমন রাজা তার বক্তব্যে বলেন,গত জুলাইয়ে সারাদেশের মতো সুনামগঞ্জের মানুষও রাজপথে নেমে এসেছিল। অতীতে শিক্ষা-চিকিৎসাসহ সর্বক্ষেত্রে সুনামগঞ্জের মানুষ বৈষম্যের শিকার হয়েছে। বৈষম্য অবসানে সুনামগঞ্জের মানুষ এনসিপির পাশে আছে, থাকবে। আমরা বিপ্লব করেছিলাম চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে। কিন্তু চাঁদাবাজি ও দুর্নীতি এখনও দূর হয়নি। এ সময় তরুণদের হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।



banner close
banner close