পাবনা-৩ আসনে (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) স্থানীয় প্রার্থীকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে মাঠে নেমেছেন চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হাসাদুল ইসলাম হীরা।
বুধবার (২৩ জুলাই) বিকেলে ফরিদপুর থেকে চাটমোহর পর্যন্ত এক বিশাল মোটরসাইকেল শোডাউন করে তিনি নিজের অবস্থান জানান দেন। ঢাকা থেকে সড়কপথে ফরিদপুরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে মোটরসাইকেল বহর দিয়ে স্বাগত জানান। শোডাউনটি ফরিদপুর বাজার, ভেড়ামারা বাজার, ভাঙ্গুড়া হয়ে চাটমোহর পৌর শহর প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
পথসভায় হীরা বলেন, “আমি কাউকে সমর্থন করিনি। দলের কেন্দ্রীয় নেতাদের ডাকে কর্মী হিসেবে গিয়েছিলাম। তুহিন ভাইয়ের জনসভায় কোনো প্রকার মনোনয়নের কাগজ দেখানো হয়নি।”
তিনি বলেন, “দলের দুঃসময়ে বারবার নির্যাতনের শিকার হয়েছি, জেল-হাজত খেটেছি, মামলার মুখে পড়েছি, কিন্তু বিএনপির পাশে থেকেছি। নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ।”
হীরা দাবি করেন, ২০১৮ সালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে ও সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলামকে মনোনয়ন দিয়েছিলেন। এবারও চাটমোহরের ভোটের গুরুত্ব ও উন্নয়নবঞ্চিত অবস্থার কথা বিবেচনায় নিয়ে মনোনয়ন এখান থেকেই দেওয়া হবে বলে বিশ্বাস করেন তিনি।
তিনি আরও বলেন, “চাটমোহর উপজেলায় ভোটার সংখ্যা ফরিদপুর ও ভাঙ্গুড়ার চেয়ে ৩০ থেকে ৩৫ হাজার বেশি। অথচ দীর্ঘ দুই দশকেও এখানে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তাই স্থানীয় জনগণের দাবি, এই আসনে স্থানীয় প্রার্থীই হতে হবে। বহিরাগত কাউকে আমরা মানবো না।”
সভায় আরও উপস্থিত ছিলেন চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মওলা, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুত্তালিব, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আরিফ, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, রাকিবুল ইসলাম হৃদয়, পৌর ছাত্রদলের সদস্যসচিব রবিউল ইসলাম রাহুলসহ নেতাকর্মীরা।
এদিকে, একই দাবিতে মাঠে রয়েছেন বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা হাসানুল ইসলাম রাজা। তিনি বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও পথসভা করে যাচ্ছেন। চাটমোহর উপজেলা, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠন থেকেও স্থানীয় প্রার্থী চেয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
উল্লেখ্য, কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে ইতোমধ্যে পাবনা-৩ আসনে প্রাথমিক মনোনয়ন দিয়েছে বিএনপি।
আরও পড়ুন:








