চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ হুমায়ুন রেজা (৬৫)–র বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি উপজেলার নয়া দিয়ারী গ্রামের বাসিন্দা এবং মৃত ইয়াকুব আলীর পুত্র।
থানা সূত্রে জানা যায়, গোমস্তাপুর থানায় দায়ের করা মামলাটি (মামলা নম্বর-১৪, তারিখ-১৩/১১/২০২৪) বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৪২৭/৩৮০/৫০৬(২)/১১৪ ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩, ৪ ও ৬ ধারায় রুজু করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, হুমায়ুন রেজা পরিকল্পিতভাবে একটি সংঘবদ্ধ দলের সঙ্গে একটি বাড়িতে অনধিকার প্রবেশ করে ঘরের আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করেন এবং কিছু জিনিসপত্র চুরি করেন। এছাড়াও, তিনি ভুক্তভোগীদের হুমকি দেন এবং জান-মালের ক্ষতির আশঙ্কা তৈরি করেন। অভিযুক্তের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ব্যবহারের পরিকল্পনা বা সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে, যা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে মামলায় উল্লেখ করা হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। বিস্ফোরক আইনের মতো গুরুতর মামলায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন:








