চাঁপাইনবাবগঞ্জে জামিন নিতে এসে ডিম নিক্ষেপ ও বিক্ষোভের মুখে পড়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রাব্বানী ফটিক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমীন। ২০১৫ সালের শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলায় জামিন আবেদন করতে বুধবার (২৩ জুলাই) দুপুরে তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আদালত চত্বরে তাদের উপস্থিতির খবরে জামায়াত-শিবির কর্মীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। জামিন শুনানি শেষে দুই নেতা আদালত চত্বর ত্যাগের সময় তারা ডিম ছুঁড়ে হামলা চালান।
আদালত সূত্রে জানা যায়, মামলাটির জামিন শুনানির জন্য আগামী ২৮ জুলাই দিন ধার্য করা হয়েছে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পুলিশ দুই নেতাকে হেফাজতে নেয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, “নিরাপত্তাজনিত কারণে তাদের থানায় নেওয়া হয়েছে। আপাতত নতুন কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।”
উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড এলাকায় শিবির নেতা আসাদুল্লাহ তুহিনকে নিজ বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে র্যাবের বিরুদ্ধে। এরপর তার মৃত্যুকে সড়ক দুর্ঘটনা হিসেবে প্রচার করা হয়। দীর্ঘ নয় বছর পর, ২০২৪ সালের ২৫ ডিসেম্বর তুহিনের মামা মো. কবিরুল ইসলাম আদালতে হত্যা মামলা দায়ের করেন। মামলায় গোলাম রাব্বানী ফটিককে ২ নম্বর এবং রুহুল আমীনকে ৩ নম্বর আসামি করা হয়।
ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। মামলার জেরে আদালত চত্বরে এমন উত্তপ্ত পরিস্থিতি বিরল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন:








