মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ আজাদ (৩১) বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে সাতটি মামলার তথ্য উঠে আসায় ভারত পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।
বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় তিনি মেডিকেল ভিসা নিয়ে ভারতে প্রবেশের উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে গেলে পাসপোর্ট যাচাইয়ের সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ডাটাবেজে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য মেলে। এরপর তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
আটক আব্দুস সামাদ আজাদ (পাসপোর্ট নং: A-13959192) মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের মো. আকিব আলীর ছেলে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসাইন মুন্সি জানান, মৌলভীবাজার মডেল থানা থেকে তথ্য পাওয়ার পরই ইমিগ্রেশনে সামাদের পাসপোর্ট যাচাই করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় সাতটি মামলা থাকায় তাকে আটক করা হয় এবং সংশ্লিষ্ট থানাগুলোকে অবহিত করা হয়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুব রহমান জানান, সামাদ পলাতক ছিলেন এবং ভারতে পালানোর চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আগেই বেনাপোল চেকপোস্টে সতর্কতা জারি করা হয়েছিল।
বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া জানান, বর্তমানে সামাদ থানার হেফাজতে রয়েছেন এবং তাকে মৌলভীবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:








