মাদারীপুরে আওয়ামী লীগের ডাকা হরতাল সমর্থনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী। রোববার (২০ জুলাই) সকালে শিবচর উপজেলার কাঠালবাড়ি বাজার এলাকায় হঠাৎ করে এই মিছিল বের হয়। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এতে আতঙ্কে পড়েছেন স্থানীয় পরিবহন শ্রমিক ও চালকেরা।
২৩ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন কিশোর ও যুবক জাতীয় পতাকা হাতে নিয়ে “শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” এবং “শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে”—এমন স্লোগান দিতে দিতে প্রধান সড়ক দিয়ে মিছিল করে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলটি কাঠালবাড়ি বাজারের কেন্দ্রীয় সড়কে অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জাহাঙ্গীর আলম জানান, “নিষিদ্ধ সংগঠনের এ ধরনের কর্মকাণ্ড আমরা গুরুত্বসহকারে দেখছি। ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন:








