বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

জামায়াত আমিরের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫ ০৯:১৬

আপডেট: ২০ জুলাই, ২০২৫ ০৯:২৩

শেয়ার

জামায়াত আমিরের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাতে রাজধানীর ধানমণ্ডিতে ইবনে সিনা হাসপাতালে যান তিনি।

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আশা করছি, আজকেই উনি বাসায় ফিরে যেতে পারবেন। উনি সবার কাছে দোয়া চেয়েছেন।’

শফিকুল আলম আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজ খবর নিচ্ছেন। আমরা আশা করছি, উনি খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। সামনে নির্বাচন, আমরা চাই বাংলাদেশের সব দলের রাজনৈতিক নেতারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেশ গড়ার কাজে সবাই অবদান রাখুন।

এর আগে শনিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য দেয়ার এক পর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান জামায়াত আমির। তখন মঞ্চে থাকা নেতারা তাকে ধরাধরি করে তোলেন।

পরে না দাঁড়িয়ে মঞ্চে বসেই বক্তব্য দেন তিনি। এরপর সেখান থেকে তাকে ধানমণ্ডি ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়।



banner close
banner close