বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

জামায়াত আমির সুস্থ আছেন, গুরুতর কিছু হয়নি: তাহের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫ ২১:২৫

শেয়ার

জামায়াত আমির সুস্থ আছেন, গুরুতর কিছু হয়নি: তাহের
ছবি সংগৃহীত

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যাওয়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সুস্থ আছেন বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়ার পর তার শারীরিক সব ধরনের পরীক্ষা করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক দল তার চেকআপ করেছেন। গুরুতর কিছু ধরা পড়েনি বা সমস্যা দেখা যায়নি। বিশ্রাম নেওয়ার পর রাতেই তার বাসায় ফেরার কথা রয়েছে বলেও জানান তিনি।

শনিবার রাতে হাসপাতালের সামনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, দলের আমির ডা.শফিকুর রহমানের আজ সমাবেশে ৪০ মিনিট বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বক্তব্য দেওয়ার সময় তিনি পড়ে যান। কয়েক সেকেন্ড তার সেন্স ছিল না। আবার তিনি দাঁড়িয়ে বক্তব্য শুরু করেন। সেকেন্ড টাইম তিনি আবারো পড়ে যান। তখন আমরা উদ্বিগ্ন ছিলাম যে, তিনি বক্তব্য চালিয়ে যেতে পারবেন কিনা।

'আমরা অনুরোধ করেছিলাম যে সমাবেশ শেষ করে দিই। তিনি বলেন, এতো এতো কষ্ট করে মানুষ এসেছেন। জাতির উদ্দেশ্যে আমার একটা বক্তব্য দেওয়া দরকার। এরপর তিনি বসেই বক্তব্য দেওয়া শুরু করেন।'

চিকিৎসকরা কিন্তু কড়া সিদ্ধান্ত দিয়েছিলেন তিনি যেন আর বক্তব্য না দেন। কিন্তু তিনি দৃঢ়তার সঙ্গে বসেই বক্তব্য দেন। তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা বা বক্তব্য দিয়েছেন উল্লেখ করে তাহের বলেন, তার শারীরিক অবস্থা ভালো। ভালো খবর হচ্ছে তার কোনো ডায়াবেটিস নেই, কিডনি বা হার্টের কোনো সমস্যা নেই। ওনাকে হাসপাতালে নেওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করেছেন, সবাই খোঁজ নিয়েছেন।

সর্বশেষ ওনার অবস্থা ভালো, উনি রেস্ট নিচ্ছেন। তেমন কোনো সমস্যা চিহ্নিত হয়নি। রেস্ট নিয়ে তিনি রাতেই বাসায় ফিরে যাবেন, বলেন তিনি।

সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় হাসপাতালে উপস্থিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।



banner close
banner close