বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

জাসাস শরীয়তপুর জেলা শাখার মানববন্ধন ও প্রতিবাদী গণসংগীত কর্মসূচি পালিত

শরীয়তপুর প্রতিনিধি:

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫ ১৮:৫৪

শেয়ার

জাসাস শরীয়তপুর জেলা শাখার মানববন্ধন ও প্রতিবাদী গণসংগীত কর্মসূচি পালিত
ছবি সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও গণসংগীত কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শরীয়তপুর জেলা শাখা।

শনিবার (১৯ জুলাই) বিকেলে শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমি মাঠের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা শহরের বিভিন্ন সড়কে প্রতিবাদী গণসংগীত পরিবেশন করা হয়।

জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট সুলতান নাসিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মনজুর হাসানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন—জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি কাজী আবু ইউসুফ, সদর উপজেলার সিনিয়র সহ-সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক সালাউদ্দিন মোল্লা, পৌরসভা শাখার সিনিয়র সহ-সভাপতি ইউসুফ বন্দুকসি ও সাধারণ সম্পাদক সোহাগ ঢালী, জাজিরা উপজেলা সভাপতি লুৎফর রহমান কবিরাজ ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মৃধা, জাজিরা পৌরসভা সভাপতি জহিরুল ইসলাম তুহিন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাদল, নড়িয়া উপজেলা সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক রানা খান, গোসাইরহাট উপজেলা সভাপতি রবিন বেপারী ও সাধারণ সম্পাদক আতাউর ঢালী, ডামুড্যা উপজেলা সভাপতি পলাশ ঢালী ও সাধারণ সম্পাদক ওয়াসিম সরদার, সখিপুর থানা জাসাসের সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা রতন মোল্লা, সাধারণ সম্পাদক আফজাল হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক রাসেল বালা প্রমুখ।

এ ছাড়া বিএনপি, জাসাস ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বক্তারা অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।



banner close
banner close