বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে 'গডফাদার' মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েছেন ন্যাশনাল কনজারভেটিভ পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী। তাঁর বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এক অনুষ্ঠানে পাটোয়ারী বলেন, “আগে শামীম ওসমানকে বলা হতো নারায়ণগঞ্জের গডফাদার। এখন কক্সবাজারেও নব্য গডফাদার এসেছেন শিলং থেকে। তিনি ঘের দখল করছেন, জায়গা-জমি কব্জা করছেন, চাঁদাবাজিতেও জড়িত।”
যদিও তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবে উপস্থিত অনেকেই ধরে নেন—এ বক্তব্য বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ করেই দেওয়া হয়েছে।
নাসির উদ্দীন আরও বলেন, “যিনি সংস্কার বোঝেন না, জনসংযোগ বোঝেন না—তাঁর জায়গা রাজনীতিতে নেই। কক্সবাজারের জনগণ রাজপথেই এমন ব্যক্তিকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ।”
বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা শ্রেণিপেশার মানুষ এর পক্ষে-বিপক্ষে মন্তব্য করছেন। অনেকে একে রাজনৈতিক সৌজন্যবহির্ভূত ও উসকানিমূলক হিসেবে উল্লেখ করছেন।
এ বিষয়ে এখনো বিএনপি বা সালাহউদ্দিন আহমেদের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন:








