জামায়াতে ইসলামীর মহাসমাবেশে যোগ দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশে যোগ দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আমিরের আগমনে উদ্যানজুড়ে উপস্থিত হাজারো নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। রাস্তার দুই পাশে স্লোগান ও হাততালির মধ্য দিয়ে আমিরকে বরণ করেন তারা।
মঞ্চে প্রবেশের সময় হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান জামায়াত আমির।
দলটির পক্ষ থেকে জানানো হয়, আজকের মহাসমাবেশে সভাপতিত্ব করবেন ডা. শফিকুর রহমান নিজেই এবং বিকেল ২টা থেকে শুরু হবে মূল বক্তব্য ও রাজনৈতিক পর্ব।
এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের ঢল নামে সমাবেশস্থলে। গাজীপুর, নারায়ণগঞ্জ, বরিশাল, রংপুর, ময়মনসিংহসহ বিভিন্ন অঞ্চল থেকে শত শত বাস, লঞ্চ ও ট্রেনে নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করেন।
সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১২ হাজার সদস্য মোতায়েন রয়েছে। শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করছেন জামায়াতের স্বেচ্ছাসেবকরাও।
সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে এখন শুধুই জামায়াতের পতাকা, ব্যানার আর স্লোগানের ধ্বনি। ভোর থেকেই উদ্যান ও আশপাশের রাস্তাঘাট কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। দলীয় নেতাদের দাবি, উপস্থিতি ছাড়িয়েছে লক্ষাধিক।
মহাসমাবেশে জামায়াতের পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থা সংস্কার, ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি, পিআর (প্রো-পোরশনাল রিপ্রেজেন্টেশন) ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু, এবং বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিশ্চিতসহ গুরুত্বপূর্ণ দাবিগুলো তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন:








