বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

আশুলিয়ায় তাঁতী দলের বিক্ষোভ, জিয়া পরিবার নিয়ে কটূক্তির প্রতিবাদ

ঢাকা উত্তর প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫ ১৩:২৩

শেয়ার

আশুলিয়ায় তাঁতী দলের বিক্ষোভ, জিয়া পরিবার নিয়ে কটূক্তির প্রতিবাদ
ছবি বাংলা এডিশন

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা জেলা উত্তর তাঁতী দল।

শনিবার (১৯ জুলাই ২০২৫) সকালে আশুলিয়ার বসুন্ধরা এলাকা থেকে তাঁতী দল ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি জাকির হাসানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

সমাবেশে জাকির হাসান বলেন, “জিয়া পরিবারকে নিয়ে কোনো নেতার কুরুচিপূর্ণ বক্তব্য বরদাশত করা হবে না। প্রয়োজনে শান্তিপূর্ণভাবে কঠোর কর্মসূচির মাধ্যমে এর জবাব দেওয়া হবে।”

বিক্ষোভে তাঁতী দলের জেলা উত্তর শাখাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।



banner close
banner close