বাংলাদেশের কোটি মানুষের একটাই দাবি— নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ ফিরে পাওয়া। তাই অত্যাবশ্যকীয় সংস্কার করে দেশে গণতন্ত্র ফিরিয়ে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
তিনি বলেন, ‘আমরা ক্ষমতার জন্য নয়, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে দেশের তরুণ সমাজ ও ছাত্রজনতাকে আরও সুসংগঠিত হতে হবে।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পলাশ থানা বিএনপির সভাপতি মো. আবদুল সাত্তার এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও যুদ্ধাহতদের মাঝে বিএনপির পক্ষ থেকে অনুদান তুলে দেন ড. মঈন খান।
আলোচনা সভায় বক্তারা অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান।
একইসঙ্গে শহীদদের আত্মত্যাগের স্মরণে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
আরও পড়ুন:








