বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন জামায়াত নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫ ১১:৩৭

শেয়ার

মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন জামায়াত নেতাকর্মীরা
মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে যাচ্ছেন জামায়াত নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ সমাবেশ করছে জামায়াতে ইসলামী। দুপুর ২টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা। সমাবেশ ঘিরে গতকাল সন্ধ্যা থেকেই নেতাকর্মীরা উদ্যানে জড়ো হতে শুরু করেছেন। শনিবার ভোর থেকেই বাড়তে থাকে নেতাকর্মীর সংখ্যা।

শনিবার সকালে সোহরাওয়ার্দী উদ্যান আশপাশের এলাকায় দেখা গেছে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। এরই মধ্যে সমাবেশস্থল নেতকার্মীতে পূর্ণ হয়ে গেছে।

এছাড়া মহাখালী, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, কাকরাইল মৎস্য ভবন এলাকায় বড় বড় মিছিল নিয়ে ভোর থেকেই জামায়াতের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে অগ্রসর হচ্ছেন। কারো হাতে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা।

অনেকের গায়ে ছিল সাদা গেঞ্জি, যেখানে লেখা- ‘তারুণ্যের প্রথম ভোট, জামায়াতের পক্ষে হোকএবংদাঁড়িপাল্লায় ভোট দিন

ঢাকার বাইরে থেকে আগত একদল নেতাকর্মী জানান, যানজট সময় বাঁচাতে আমরা এক দিন আগেই চলে এসেছি।

এদিকে সমাবেশস্থল সুশৃঙ্খল রাখতে দায়িত্ব পালন করবেন হাজারের বেশি স্বেচ্ছাসেবক। তারা মাঠ ব্যবস্থাপনা, প্রবেশপথ নিয়ন্ত্রণ, জরুরি সেবা অংশগ্রহণকারীদের সহায়তা প্রদান করবেন। নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে বৈঠক করেছে জামায়াত। দলটির দাবি, আইনগত কাঠামোর মধ্য থেকেই তারা সমাবেশ আয়োজন করছে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই তাদের লক্ষ্য।



banner close
banner close