জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার স্মরণে রাঙামাটিতে মৌন মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শুক্রবার (১৮ জুলাই) সকালে কোর্ট বিল্ডিং এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় মিছিলটি।
মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। কালো ব্যাজ ও কালো পতাকা বহন করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শত-শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি বাবর আলী, অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, বাবুল আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তারা বলেন, "জাতির এই গৌরবোজ্জ্বল ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চলছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।" তারা একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন:








