জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সিরাজগঞ্জে দোয়া মাহফিল ও মৌন মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১৮ জুলাই) জুমার নামাজ শেষে সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি হাফেজ মাওলানা আবদুল্লাহ। এ সময় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে একটি মৌন মিছিল বের হয়ে শহরের বড় বাজার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান এবং সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট।
মিছিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি মাইলফলক। শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
আরও পড়ুন:








