দেশে খুন-গুমের ঘটনা বেড়েছে, এতে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “এই সংকট কাটাতে হলে দ্রুত একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন দিতে হবে।”
বৃহস্পতিবার বিকেলে ঢাকার সাভারের ব্যাংক কলোনি মাদ্রাসায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এ দলে বেড়া ভেঙে কিছু দুষ্কৃতিকারী প্রবেশ করতে পারে, তবে আমরা সজাগ আছি। কেউ যদি আওয়ামী লীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশ করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি জানান, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে প্রায় এক কোটি নতুন সদস্য যুক্ত করা হবে—যারা কোনো অন্যায়, সন্ত্রাস বা মব জাস্টিসে জড়িত নন। মিটফোর্ডের ঘটনায় দলের অবস্থান পরিষ্কার জানিয়ে তিনি বলেন, “এই ঘটনায় বিএনপি দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং হত্যাকারীদের বিচার আদালতের মাধ্যমেই নিশ্চিত হবে।”
সভায় সভাপতিত্ব করেন সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার মাইনুল হোসেন বিল্টু। এতে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা।
একই দিনে ধামরাইয়ের শরীফভাগ এলাকায় ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিনের সভাপতিত্বে অনুরূপ প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিজভী আহমেদ।
আরও পড়ুন:








