বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল, ঢাকার সমাবেশে যোগদানের আহ্বান

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৫ ২১:৪৩

শেয়ার

সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল, ঢাকার সমাবেশে যোগদানের আহ্বান
ছবি বাংলা এডিশন

গোপালগঞ্জে জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি) আয়োজিত জনসভায় হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বাদ আসর শহরের দরগাপট্টি এলাকায় জামায়াতের দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, শহর আমির অধ্যাপক আব্দুল লতিফ, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আলহাজ উদ্দিন, শহর সভাপতি শামীম রেজাসহ দলটির জেলা ও শহর শাখার নেতাকর্মীরা।

সমাবেশে জেলা আমির মাওলানা শাহিনুর আলম বলেন, “একটি রাজনৈতিক দল উসকানিমূলক স্লোগানের মাধ্যমে জনমনে উত্তেজনা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। এমন পরিস্থিতি ফ্যাসিবাদের উত্থানের পথ তৈরি করতে পারে, যার দায় সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তিকেই নিতে হবে।”

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল, ভবিষ্যতেও থাকবে। তবে পরিবেশ উত্তপ্ত করে বিরোধী দল দমন করার কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে।”

সমাবেশ থেকে আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।



banner close
banner close