বান্দরবান পৌর শহরের আর্মিপাড়া এলাকায় জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন যুবদলের এক নেতা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বান্দরবান সদর থানায় মামলাটি দায়ের করেন পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল কালাম। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক নাজমুল হাসান ভূঁইয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদ চৌধুরী, সদস্য রাজু বড়ুয়া, মহিউদ্দিন, আনিসুর রহমান সুজন, শিবু চৌধুরী, জামাল চৌধুরী, বিমল কান্তি দাশ, রুবেল চৌধুরী, মনির চৌধুরী, খলিলুর রহমান সোহাগ, রানা চৌধুরী, নাছির চৌধুরী, নুর মোহাম্মদ কালু ও সোহেল ভান্ডারী।
মামলার এজাহারে বলা হয়, ১৪ জুলাই দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে আওয়ামী লীগ নেতা-কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে হামলা চালায়। এসময় অফিসের আসবাবপত্র, টেলিভিশন, জানালার কাচসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়। একইসঙ্গে সন্ত্রাসী কায়দায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়ানো হয়। এতে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলার সাতটি উপজেলায় মোট ৯টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ২০৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিন শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে বিএনপি দায়ের করেছে ৫টি, বৈষম্য বিরোধী আন্দোলন করেছে ২টি এবং অন্য পক্ষ থেকে দায়ের হয়েছে আরও ২টি মামলা।
আরও পড়ুন:








