বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় সেচ্ছাসেবক লীগ নেতা সোহরাফ গ্রেপ্তার

ঢাকা উত্তর প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৫ ০৯:১৫

শেয়ার

আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় সেচ্ছাসেবক লীগ নেতা সোহরাফ গ্রেপ্তার
ছবি সংগৃহীত

আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সেচ্ছাসেবক লীগ নেতা সোহরাফ হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এরআগে রাতে আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত সোহরাফ হোসেন আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতি এলাকার কফিল উদ্দিনের ছেলে। সে আশুলিয়া থানা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোহরাফকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলার রয়েছে। সে র্দীঘ দিন আত্মগোপনে ছিলো। গ্রেপ্তারকৃত সোহরাফকে আজকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।



banner close
banner close