বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজপথে জনতা: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৫ ২১:২৬

শেয়ার

তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজপথে জনতা: টুকু
ছবি বাংলা এডিশন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আজ সারাদেশের মানুষ জেগে উঠেছে, রাজপথে নেমে এসেছে।”

বুধবার (১৬ জুলাই) সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির মতবিনিময় সভায় তিনি বলেন, “বিএনপি কখনোই জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় যায়নি। বাংলাদেশ জনগণের সম্পদ, বিএনপি জনগণেরই দল।”

তিনি আরও জানান, তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. ইউনুসের আলোচনায় ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, “আগামী নির্বাচন অবাধ ও অংশগ্রহণমূলক হবে। জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন মো. আমীরুল ইসলাম খান আলিম। বক্তব্য দেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আগামি সেপ্টেম্বরে জেলা বিএনপির সম্মেলন সম্পন্ন করার ঘোষণা দেওয়া হয় সভায়।



banner close
banner close