বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৫ ১৯:৫৩

শেয়ার

এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ
ছবি সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ হয়েছে। বুধবার বিকেল সাড়ে পাঁচটায় নগরের দুই নম্বর গেইট মোড়ে জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

সমাবেশে জাতীয় গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি আমার দেশকে জানান, ২৪ এর ১৬ জুলাই যেভাবে শহীদ ওয়াসিম, শহীদ আবু সাঈদ, শান্তসহ আমাদের ভাইদের হামলা করে হত্যা করা হয়েছে। ঠিক একইভাবে আজকে গোপালগঞ্জে হামলা করা হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী নিরব দর্শকের ভূমিকায় ছিল। গোপালগঞ্জকে আওয়ামী লীগের সন্ত্রাসমুক্ত করতে হবে। অন্যথায় আমরা গোপালগঞ্জকে স্বাধীন করব।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সন্ধ্যার পর দুই নম্বর গেইট এলাকায় সড়ক অবরোধ করার কর্মসূচি রয়েছে তাদের।



banner close
banner close