বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

দুটি কিডনি নষ্ট জাকিরের চিকিৎসা সহায়তায় চ্যারিটি কনসার্ট করবেন লায়ন খোরশেদ আলম

ঢাকা উত্তর প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৫ ১৫:৩৪

শেয়ার

দুটি কিডনি নষ্ট জাকিরের চিকিৎসা সহায়তায় চ্যারিটি কনসার্ট করবেন লায়ন খোরশেদ আলম
ছবি সংগৃহীত

মানুষ মানুষের জন্য"। অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে যারা নিজেকে উৎসর্গ করছেন তাদের কাছেই যেন ছুঁটে যান ভুক্তভোগী মানুষ। ঠিক তেমনি কিডনি নষ্ট হয়ে যাওয়া মৃত্যু পথযাত্রী মো: জাকির হোসেন বাঁচতে চান। তাইতো জাকিরের পরিবার এই রেমিটেন্স যোদ্ধা জাকিরকে বাঁচাতে ছুঁটে এসেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলমের কাছে। আর এভাবেই মানবিক ডাকে সাড়া দিলেন এই মানবিক মানুষ।

বাংলাদেশ বেতারের কর্মচারী ছিলেন এই অসুস্থ জাকিরের বাবা-মা। জাকিরের বাবা পৃথিবী ছেড়ে চলে যান অনেক আগেই। সংসারের হাল ধরতে জাকির হোসেন পাড়ি জমান মধ্যপ্রাচ্যের জর্ডানে। তিনি বিগত চার বছর আগে ভিষণ অসুস্থ হয়ে পড়েন। এরপর জর্ডান থেকে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়। এই রেমিটেন্স যোদ্ধার কষ্টার্জিত সকল অর্থ চলে যায় চিকিৎসায়। ডাক্তাররা বলেন, জাকিরের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। এরপর থেকে জীবনে আরো কিছুদিন বেঁচে থাকতে বড় আকুতি জাকির ও তাঁর পরিবারের।

(মঙ্গলবার) বিকেলে মো: জাকির হোসেনের বোন আলো আক্তার তাঁর ভাইয়ের চিকিৎসা সহায়তার জন্য ছুঁটে আসেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলমের কাছে। তাৎক্ষনিকভাবে খোরশেদ আলম আয়োজন করেন সংবাদ সম্মেলনের।

সেখানে লায়ন খোরশেদ আলম বলেন, এর আগে কৃতিকে বাঁচাতে আমরা একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করেছিলাম। এবারও আবহাওয়া ভাল থাকলে সাভারের রেডিও কলোনী মাঠে জাকিরের চিকিৎসা সহায়তায় চ্যারিটি কনসার্টের আয়োজন করতে যাচ্ছি। এ ব্যাপারে সকলের সহায়তা চান লায়ন খোরশেদ আলম। এতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ডা. দেওয়ান মো সালাউদ্দিন বাবু সহ সকল বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আশা করেন আয়োজক লায়ন খোরশেদ আলম।

এ সময় বক্তব্য রাখেন, অসুস্থ জাকিরের বোন আলো আক্তার, কণ্ঠশিল্পী ইমন আহমেদ, নীলয় আহমেদ, মিঠু,, অনেকে।

আগামী ২৫ জুলাই জাকির হোসেনের চিকিৎসা সহায়তায় আয়োজিত চ্যারিটি কনসার্ট সফল করতে গণমাধ্যম কর্মী ও সর্বস্তরের মানুষের সার্বিক সহায়তা কামনা করেছেন আয়োজকরা।



banner close
banner close